বাংলাদেশ, রাজধানী, শিক্ষা

শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী আর নেই

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই মে ২০২০ ১০:০৯:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিক্ষাবিদ প্রফেসর মনোহর আলী (৭৫) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ সোমবার (১৮ই মে) বিকেলে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এ শিক্ষাবিদ। বেশকিছু দিন আগে রাজধানীতে তৃতীয় ছেলের বাসায় বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন প্রফেসর মনোহর আলী।  

মঙ্গলবার চাঁদপুর পৌর কবরস্তানে তাকে দাফন করার কথা রয়েছে। চাঁদপুর শহরের প্রফেসরপাড়া এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করতেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ৫ ছেলে রেখে গেছেন।

প্রফেসর মনোহর আলী একজন সুবক্তা এবং বাংলা সাহিত্যের ওপর পান্ডিত্যের অধিকারী ছিলেন। দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেন তিনি।  

প্রফেসর মনোহর আলী সবশেষ চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসরে যাওয়ার পর সচেতন নাগরিক কমিটি-সনাক, চাঁদপুর শাখার সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন