জেলার সংবাদ

শিল্পকারখানার বর্জ্যে ধুঁকছে ময়মনসিংহের ভালুকা

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০৯:২০:১৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিল্প-কারখানার বিষাক্ত বর্জ্যের প্রভাব পড়ছে ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন গ্রামে। কারখানার দূষিত বর্জ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসল আর নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। শুধু তাই নয়, বর্জ্যের প্রভাবে মাছশূন্য হয়ে পড়েছে এখানকার নদনদী-খাল-বিল।

ময়মনসিংহে রয়েছে দেড় হাজারেরও বেশি ভারি ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এর অধিকাংশরই অবস্থান ভালুকা উপজেলায়। এসব প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগেরই নেই বর্জ্য শোধনাগার। ফলে বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে ফসলি জমি, নদী-নালা ও খাল-বিলে। এই পানি বিষাক্ত হয়ে আবার চলে যাচ্ছে কৃষি জমিতে।

কারখানার বিষাক্ত কালো বর্জ্যে এক সময়ের ভরা খিরু নদীর এখন মরণ দশা।  বাদ যাচ্ছেনা খাল-বিলও। ফলে মাছ শূন্য হয়ে পড়ছে এলাকার জলাধারগুলো।

এই দেড় হাজার শিল্প কারখানার মধ্যে মাত্র ৫৫টি প্রতিষ্ঠানে চালু রয়েছে বর্জ্য শোধনাগার। এ অবস্থায় ময়মনসিংহের সব শিল্প-কারখানায় শিগগিরই অনলাইন মনিটরিং চালুর কথা জানালো সংশিল্ষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন