আন্তর্জাতিক, এশিয়া, কিডজ জোন

শিশুদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করলো চীন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১২:৫৯:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিশুদের জন্য অনলাইন গেম নিষিদ্ধ করলো চীন। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আঠারো বছরের কম বয়স্কদের জন্য প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত অনলাইন গেমের উপর নিষেধাজ্ঞা থাকবে।

অনলাইন গেম শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে। ভিডিও গেমের আসক্তি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে চীন কর্তৃপক্ষ। তবে, সাপ্তাহিক ছুটির দিনে তিন ঘণ্টা এবং অন্য দিনগুলোতে দেড় ঘণ্টা শিশুদের গেম খেলার সুযোগ দেওয়া হবে।

চীন বিশ্বের বৃহত্তম গেমিং মার্কেটগুলোর একটি। গবেষণা সংস্থা নিউজু’র মতে, চলতি বছর এই খাত আয়ের দিক থেকে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে চীন।

শিশুদের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে চীন অনলাইন গেমের ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে।

আরও পড়ুন