জাতীয়, আমেরিকা

শুধু চুনোপুঁটি নয়, রাঘববোয়ালদেরও ধরা হচ্ছে: দুদক চেয়ারম্যান

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই নভেম্বর ২০১৯ ০৭:৩৭:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দুদকে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের প্রতিনিধি দল।

শুধু চুনোপুঁটি নয়, রাঘববোয়ালদেরও ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের বিচার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সফররত তিন সদস্যের একটি প্রতিনিধি দলকে একথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল দুদকের চেয়ারম্যানের কাছে জানতে চান দুদকের জালে বড় দুর্নীতিবাজরাও রয়েছেন কি-না? জবাবে দুদক চেয়ারম্যান জানান, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে।'

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল দুদক চেয়ারম্যানের কাছে আরও জানতে চান, দুদকের ৩০ শতাংশ মামলায় আসামিদের খালাস পাওয়ার বিষয়ে। এ ব্যাপারে দুদক চেয়ারম্যান জানান, দুদকের মামলায় সাজার হার এক সময় মাত্র ২২ শতাংশে নেমে এসেছিল, যা এখন ৭০ শতাংশে উন্নীত হয়েছে।

আরও পড়ুন