বিনোদন, বিশেষ প্রতিবেদন, প্রবাস

শেওয়ার-মারিয়া দম্পতির গল্প

ময়ূখ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ১০:৪৮:২০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ শেওয়ার-মারিয়া। বাংলাদশি ছেলে শেওয়ার আর রোমানিয়ার মেয়ে মারিয়া। এই দম্পতি বিভিন্ন ভিডিও প্রকাশ করছেন ফেসবুক ও ইউটিউবে। লন্ডনে থাকলেও ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নানা ইতিবাচক দিক তুলে ধরেন তারা।

লন্ডন ব্রিজে প্রথম দেখা রোমানিয়ার মেয়ে মারিয়া ও বাংলাদেশি ছেলে শেওয়ারের। দেখা থেকে প্রণয় আর তারপর বিয়ে।

গেল বছর করোনা মহামারির লকডাউনে সময় কাটানোর জন্য বানানো শুরু করেন ভিডিও এবং তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
তারপর থেকে নিয়মিত ভিডিও প্রকাশ করে আসছেন ফেসবুক ও ইউটিউবে। ভ্রমণ, রান্না, কথোপকথন, সাংসারিক খুনসুটি ইত্যাদি বিষয়ে বিনোদনমূলক ও রোমাঞ্চকর ভিডিও তৈরি করেন এই দম্পতি।

শেওয়ার জানালেন, পরিবার ও নিজেদের জন্য ভিডিও বানাতেন তারা। পরে সবার অনুপ্রেরণায় ফেসবুক পেইজ খোলেন তারা। 

এই বিদেশিনীর বাংলার প্রতি ভালবাসা ছিল তাদের বিয়ের আগে থেকেই। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি দরদ ও ভালবাসার কথা জানালেন মারিয়া। তার প্রিয় শাড়ি, পছন্দ করেন ফুচকা খেতে আর বাঙালির উৎসব ।

মারিয়া জানালেন, বাংলাদেশের মানুষ অনিক বেশি বন্ধু পরায়ন। খেতে ভাল লাগে ফুচকা, বিরিয়ানি আর পাটিশাপটা।

লন্ডনে থাকলেও তাদের ভিডিওর মাধ্যমে বাংলাদেশের নানা ইতিবাচক দিকই তুলে ধরতে চান।  সামাজিক দায়বদ্ধতা থেকে বাংলাদেশি শিশু ফাতিহার ভরণ-পোষবের দায়িত্ব নিয়েছেন এই দম্পতি ।

এ পর্যন্ত ৪৮টি দেশ ও ১৩৯টি শহরে ভ্রমণ করেছেন এই দম্পতি।

আরও পড়ুন