বাংলাদেশ, জাতীয়

হাসিনা-মোদী বৈঠক: পাঁচটি সমঝোতা স্মারক সই

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৭শে মার্চ ২০২১ ০৫:৪১:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠকে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়।

এছাড়া ঢাকা-জলপাইগুড়ি রুটে মিতালি এক্সপ্রেস ট্রেন চলাচল উদ্বোধন করা হয়।

এর আগে সাতক্ষীরা ও গোপালগঞ্জ সফর শেষে পৌনে পাঁচটায় পুরাতন বিমানবন্দরে এসে পৌছান তিনি।

পরে প্রধানমন্ত্রী কার্যালয়ে এসে পৌছেলে শেখ হাসিনা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

পরে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাত করবনে নরেন্দ্র মোদী।  আজ রাত নয়টায় ঢাকা ছাড়বেন তিনি।

আরও পড়ুন