জেলার সংবাদ, স্বাস্থ্য

শেরপুরে স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ বর্জন

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০১:১২:৪১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টেকনিক্যাল স্কেলে ও পদমর্যাদার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হাম-রুবেলা টিকা ও সব প্রশিক্ষণ বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুরের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

এতে আগামী ২৯শে ফেব্রুয়ারি সারাদেশে হাম-রুবেলার টিকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সকালে জেলা সিভিল সার্জন অফিসের সামনে এ কর্মবিরতি পালন করেন তারা। এ সময় বক্তারা বলেন, কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের ডাকে সারাদেশে এই কর্মসূচি চলছে। তাদের দাবি বাস্তবায়ন না হলে আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়া হবে।  

আরও পড়ুন