বাংলাদেশ, জাতীয়, অর্থনীতি, রাজধানী

শেষ দিনে জমে উঠেছে গৃহায়ন মেলা

আনোয়ার হোসেন

ডিবিসি নিউজ

বুধবার ৯ই অক্টোবর ২০১৯ ০৪:৩১:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বুধবার শেষ হচ্ছে তিনদিন ব্যাপী গৃহায়ন মেলা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের মেলায় ২৪টি আবাসন তৈরি বিষয়ক প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

আয়োজকরা জানান, আবাসন মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিবারের মতোই নিয়ে এসেছে বিভিন্ন প্রকল্প। এক ছাদের নীচে এই আয়োজনে ক্রেতাদের যাচাই-বাছাইয়ের সুযোগ তৈরি হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে মেলায় প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ছাড় এবং সহজ কিস্তিতে ফ্লাট নির্মাণ করার দ্রব্যসামগ্রী কেনার অফার দিচ্ছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত মেলায় এক ছাদের নিচে ফ্ল্যাট নির্মাণসামগ্রীর বিষয়ে খোঁজখবর নিচ্ছেন ক্রেতারা। মেলায় বিভিন্ন ছাড় ও উপহার দিচ্ছে আবাসন কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো। ছাড়ের কারণে নতুন বাড়ি করতে আগ্রহী দর্শনার্থীরা বেশি আসছেন। অনেক স্টলে পরিবেশবান্ধব বাড়ি করার সব ধরনের সহযোগিতা ও পরামর্শ চাইছেন দর্শকরা। মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা বেশ ব্যস্ত সময় পার করছেন।

তিনদিন ব্যাপী এ মেলার গত সোমবার উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

আরও পড়ুন