বাংলাদেশ, জাতীয়, রাজনীতি, জেলার সংবাদ, রাজধানী

শ্রমিকদের ধর্মঘট থেকে বিরত থাকার আহ্বান শাজাহান খানের

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০১:৩৫:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী ২১ ও ২২শে নভেম্বরে ফেডারেশনের নেয়া সিদ্ধান্তের আগ পর্যন্ত ধর্মঘট থেকে বিরত থাকতে পরিবহণ শ্রমিকদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান।

একই আহবান জানান বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

সোমবার ডিবিসির রাজকাহন অনুষ্ঠানে অংশ নিয়ে তারা বলেন, সমস্যা নিয়ে আলোচনা চলাকালীন ধর্মঘট করা যৌক্তিক হতে পারে না।

শাজাহান খান বলেন, "আমি আন্দোলন সমর্থনও করছি না, অসমর্থনও করছি না। আমি বলছি, যেহেতু ফেডারেশানের মিটিং ২১ ও ২২ তারিখে, এর আগে এই ধরনের একটা পরিস্তিতি সৃষ্টি করা আমার মনে হয় সঠিক হয় নাই।  আমি আমার শ্রমিক ভাইদেরকে বলব, যেহেতু ফেডারেশান একটা যৌক্তিক সিদ্ধান্তে আসার জন্য আমরা বসব। এবং এই সমস্যা সমাধান কীভাবে করা যায়, সেটা আমরা খুজেঁ বের করব। সুতরাং গাড়ি তারা যেন বন্ধ না রাখে।"

খন্দকার এনায়েত উল্লাহ বলেন, "আইন প্রয়োগ করার আগেই যদি ধর্মঘট শুরু হয় তাহলে তারা আইন প্রয়োগ কীভাবে করল, সেটা তো এখনও বোঝা যাচ্ছে না।  আমরা বলেছি, ধীরে চলো নীতি অবলম্বন করার জন্য। সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, আমরাও সে ব্যাপারে আলাপ-আলোচনা করছি।  আমরা মনে করি, আইন দেশে লাগবে, আইন প্রয়োগ করতে হবে।"

আরও পড়ুন