জাতীয়, আইন ও কানুন

শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় সমাজকল্যাণ মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে মে ২০২০ ০৩:৫১:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাকালীন দুর্যোগে শিল্প-কারখানায় নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের স্বাস্থ্যবিধি প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়কে এক লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবি।

মঙ্গলবার (১৯শে মে), লিগ্যাল নোটিশটি পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবি ইয়াদিয়া জামান। লিগ্যাল নোটিশে বলা হয়, কারখানাগুলোতে প্রায় ৫০ লাখের মত শ্রমিক কাজ করে। সরকার দেশের অর্থণীতির স্বার্থে কারখানা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমানে করোনার বিস্তার যেভাবে ঘটছে তাতে এই শ্রমিকদের অনেক স্বাস্থ্যঝুঁকি রয়েছে। ছোঁয়াচে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন শ্রমিকরা। এ অবস্থায় নোটিশে বলা হয়েছে কলকারখানাসহ ফ্যাক্টরিগুলোতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করতে হবে।

আরও পড়ুন