ক্রিকেট

শ্রীলঙ্কায় দুই টেস্টের জন্য ২১ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই এপ্রিল ২০২১ ০৫:৪২:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শ্রীলংকা সফর সামনে রেখে ২১ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ তিনজন। মুকিদুল ইসলাম, শহিদুল ইসলামের সাথে লংকাগামী প্লেনে উঠবেন শরিফুল ইসলামও। দল রওয়ানা দেবে ১২ তারিখ।

করোনায় দেশ জেরবার। তবে, মিরপুরের হোম অফ ক্রিকেটে ঠিকই অনুশীলন চালিয়ে গেছেন ক্রিকেটাররা। উদ্দেশ্য শ্রীলংকায় দুই ম্যাচের টেস্ট সিরিজ।  এর আগে কোয়ারেন্টিন নিয়ে বনিবনা না হওয়ায় একবার বাতিল হয়েছে সিরিজ। এবার আর সে পথে হাটে নি বোর্ড।

কলম্বোয় তিন দিন হোটেল বন্দী থাকার পরই ব্যক্তিগত অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। ৭ দিন পর শুরু হবে দলীয় অনুশীলন। ২ দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে লংকান বোর্ড খেলোয়াড় এমনকি নেট বোলারও দিতে পারবে না বিধায় লংকায় যাচ্ছে ২১ জনের বড় স্কোয়াড।

অধিনায়ক মুমিনুল সহ দলে পিউর ব্যাটসম্যান আটজন। ওপেনিংয়ে তামিম-সাদমান। তিনে শান্ত। চারে ক্যাপ্টেন, পাচে মুশফিক। মিডলঅর্ডারে ব্যাকআপ ইয়াসির আলী।

উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে লিটন খেলবেন সাতে। ওর আগে ছয়ে মিঠুন। ব্যাকআপ নুরুল হাসান সোহান।

স্পিনার হিসেবে তাইজুল, মিরাজের সাথে আছেন নাইম হাসান। এছাড়া চতুর্থ স্পিনার হিসেবে প্রায় ৫ বফর পর ডাক পেলেন শুভাগত হোম।

লংকায় পেসাররা অতটা সুবিধা না পেলেও ২১ জনের স্কোয়াডে ফাস্ট বোলার আটজন। রাহী, তাসকিন, এবাদত, সাইফদের সাথে তিন নতুন মুখের সবাই পেসার।

কলম্বোয় কোয়ারেন্টিনের পর দুই টেস্ট ম্যাচের ভেন্যুই পালেকেল্লে। প্রথমটা ২১ তারিখে, পরেরটা ২৯ এ।

আরও পড়ুন