ধর্ম, জাতীয়, ইসলাম

সরকারি ব্যবস্থায় বাড়বে হজযাত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৩০শে সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪:৩৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে মন্ত্রণালয় বদ্ধ পরিকর; জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে মন্ত্রণালয় বদ্ধ পরিকর; জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। দুপুরে সচিবালয়ে 'হজ ২০১৯' পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। এ বছর হজ ব্যবস্থাপনা আগের চেয়ে ভাল ছিলো বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

এবার কোনও ফ্লাইট বাতিল হয়নি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টার ফলেই ব্যবস্থাপনায় ত্রুটি ছিল না। এ বছর হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়া  অসুস্থ ৮ জন হাজীর মধ্যে ৬ জন দেশে ফিরেছেন। এছাড়া, একজন মক্কায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এবং একজনকে এখনো সেখানে চিকিৎসা দেয়া হচ্ছে।

আগামীতে ব্যবস্থাপনা আরও সুষ্ঠু করতে হজ ক্যাম্প সম্প্রসারণসহ প্রয়োজনীয় সকল কাজ এ বছরই সম্পন্ন করা হবে বলেও জানান শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আরও পড়ুন