রাজনীতি

সরকার উন্নয়নের কথা বলে সব লুট করে নিচ্ছে: ফখরুল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২রা মার্চ ২০২১ ০৭:৫৭:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উন্নয়ন এবং বাংলাদেশকে সিঙ্গাপুর-মালয়েশিয়া বানানোর কথা বলে সব টাকা বিদেশে লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে 'পতাকা উত্তোলন দিবস'র আলোচনায় সভায় এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, 'মূল বিষয় থেকে দৃষ্টি সরাতেই অন্য ইস্যু তৈরি করা হচ্ছে। উন্নয়নের কথা বলে সব লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করা হয়েছে।' বর্তমান সরকার সকলের অধিকার হরণ করেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'গত ৫০ বছরে আওয়ামী লীগ দেশকে শুধু বিভক্ত করেছে, সকলের অধিকার ছিনিয়ে নিয়েছে।'

বর্তমান সরকারের দলীয়করণের কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বরবাদ হয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, 'একযুগ ধরে বাংলাদেশের ইতিহাস বিকৃতভাবে তুলে ধরা হয়েছে।' স্বাধীনতার ৫০ বছর পরেও এদেশে ভোট দেয়ার স্বাধীনতা নেই বলেও মন্তব্য করেন খন্দকার মোশাররফ হোসেন।

এর আগে, আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'স্বাধীনতার ৫০ বছরেও শিশুদের জন্য বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হয়নি। দলাদলি আর কোন্দলে দেশ বিভক্ত হয়ে পড়েছে।'

আরও পড়ুন