রাজনীতি

'আসুন সরকার পতনে ঐক্যবদ্ধভাবে লড়াই করি'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৬ই মার্চ ২০২১ ১২:২৮:৩২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৬ মার্চ) সকালে, ডিআরইউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারাবন্দি দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় একথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল বলেন, 'গণতন্ত্র যেটা আমাদের আত্মা, সেই আত্মাকে তারা ধ্বংস করে দিয়েছে। এরা শুধু নিজেদের ক্ষমতা, দাম্ভিকতা ও দুর্নীতি করে বিত্ত তৈরি করে গোটা জাতিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই করি এবং সেই লড়াইয়ের মাধ্যমে দেশের স্বাধীনতাকে ফিরিয়ে আনি। গণতন্ত্রকে ফিরিয়ে আনি। এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনি, তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনি।'

তিনি আরো বলেন, 'ভয়ংকর একটি শক্তি সরকারের পেছনে থেকে প্রতিবাদী কণ্ঠগুলোকে ভয়াবহ নির্যাতন করছে। শুধু সরকারের সমালোচনা করায় কত মানুষকে ধরে নিয়ে গেছে, তার হিসাব নেই।'

মির্জা ফখরুল আরো জানান, '২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানের নাম কোথায় ছিলো না। আরেকজন কর্মকর্তা হায়ার করে চার্জশিটে তার নাম দেয়া হয়। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে বিএনপিকে লড়াই করতে হচ্ছে। সাত শতাধিক নেতাকে গুম করা হয়েছে। ৩৫ লাখ মামলা মোকাবিলা করতে হচ্ছে। ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।'

আরও পড়ুন