আন্তর্জাতিক, পাকিস্তান

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পাকিস্তান

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ৬ই নভেম্বর ২০১৯ ০৮:২৭:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা পাঁচদিনের মতো সরকার বিরোধী আন্দোলনে উত্তাল পাকিস্তান।

প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে দেশের প্রধান প্রধান শহরগুলোতে চলছে জামিয়াত উলেমা-ই-ইসলাম-ফজলের আজাদি মার্চ কর্মসূচি।

বুধবার, রাজধানী ইসলামাবাদের ইমরান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন তারা। অবশ্য সরকার বিরোধী এই কর্মসূচিতে যোগ দেয়নি পাকিস্তানের অন্যতম দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ নাওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি।

এদিকে, পদত্যাগ ছাড়া অন্য সব দাবি নিয়ে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ইমরানের এ বক্তব্য প্রত্যাখ্যান করেছেন জে-ইউ-আই প্রধান মওলানা ফজলুর রহমান।

নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তে সরকারের কমিশন গঠনের প্রস্তাব নাকচ করে তিনি বলেন, সরকারি পৃষ্ঠপোষকতায় নিরপেক্ষ তদন্তের কোন সুযোগ নেই।

আরও পড়ুন