বাংলাদেশ, জেলার সংবাদ, রিপোর্টার্স ডায়েরি

সাংবাদিক হয়রানি নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরাতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মার্চ ২০২০ ০৭:৫৮:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে প্রায় ২ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

সারাদেশে সাংবাদিক হয়রানি নির্যাতন হামলা মামলা গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাতক্ষীরা প্রেসক্লাব। সোমবার বেলা ১১টা থেকে শহরের শহীদ স.ম আলাউদ্দীন চত্বরে প্রায় ২ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলামের উপর নির্যাতন এবং গ্রেপ্তার ও সাজানো সাজা দেয়ার ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বক্তারা অপহৃত সাংবাদিক শফিকুল ইসলাম কাজলকে দ্রুত খুজে বের করার ও দৈনিক মানবজমিন’র সম্পাদক মতিউর রহমান চৌধুরিসহ সারাদেশে সাংবাদিকদের নামে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তাদের নিরাপত্তার দাবী জানান।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহম্মেদ বাপ্পীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আরও পড়ুন