জাতীয়, জেলার সংবাদ

সাবেক এমপি পুতুল করোনা আক্রান্ত ছিলেন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে মে ২০২০ ১০:৪৬:৩৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বগুড়ার সাবেক সংসদ সদস্য কামরুন্নাহার পুতুল করোনায় আক্রান্ত ছিলেন। তার পরিবারের চার সদস্যেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

শুক্রবার (২২শে মে) সহকারী সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, দুপুরে  নমুনা পরীক্ষার ফল হাতে পাওয়ার পর জানা যায় সাবেক এমপি করোনা আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (২১শে মে) করোনার উপসর্গ নিয়ে মারা যান কামরুন্নাহার পুতুল। কয়েকদিন ধরে জ্বর-কাশিতে ভোগা সাবেক এই সংসদ সদস্যকে বৃহস্পতিবার রাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বিকালে তাকে দাফন করা হয়।

কামরুনন্নাহার পুতুল বগুড়ায় মারা যাওয়া প্রথম করোনা আক্রান্ত রোগী। এ নিয়ে জেলায় ১২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার পুতুল ১৯৯৬ সালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০১ সালের সংসদ নির্বাচনে বগুড়া-৭ আসনে আওয়ামী লীগের মনোনয়নও পান তিনি। তার স্বামী মোস্তাফিজুর রহমান পটল ১৯৭৩ সালে প্রথম সংসদ নির্বাচনে বগুড়া-৫ (গাবতলী) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ছিলেন।

আরও পড়ুন