জেলার সংবাদ, অন্যান্য ধর্ম

সারা দেশে শারদীয় দুর্গোৎসবে সপ্তমী পূজা

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০১:৪১:৩২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারাদেশে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী পূজা। মণ্ডপে মণ্ডপে পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা।

বরিশালের বাকেরগঞ্জের দেবালয় পূজা মন্ডপে জাঁকজমকপূর্ণ আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আরতি প্রতিযোগিতা ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পূজাকে ঘিরে মেলা ও নানা ধরনের সেবামূলক কার্যক্রম হাতে নেয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

মৌলভীবাজার শহরের ফরেষ্ট অফিস রোডের আবাহন মন্ডপে পূজায় এবার ২০ ফুট উচ্চতার কাঁচের প্রতিমা স্থাপন করা হয়েছে। যা দেখতে দূর-দূরান্ত থেকেও ভিড় করছেন ভক্তরা।

এদিকে, সিলেটে বৃষ্টি মাথায় নিয়ে সপ্তমীর পূজো করেন ভক্তরা। এসময়, অঞ্জলী দিতে এসে ভোগান্তিতে পড়েন তারা। নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজশাহীর ৪৩৭টি মন্ডপে হচ্ছে দুর্গাপূজা। অঞ্জলী দেয়ার মধ্য দিয়ে নাটোরেও অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা পূজা।

আরও পড়ুন