আন্তর্জাতিক, অন্যান্য

সালাম দিয়ে রমজানের শুভেচ্ছা জানালেন জাস্টিন ট্রুডো

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৪শে এপ্রিল ২০২০ ০৩:২৭:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্বের সকল মুসলমানকে শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

করোনাভাইরাস মহামারির মধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেছেন মুসলমানরা। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজ থেকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন ট্রুডো।

ভিডিওতে সবাইকে সালাম দিয়ে তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম। কানাডা ও বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা আজ থেকে রোজা রাখা শুরু করছেন। রমজান মাস জুড়ে ইবাদত করবেন। সারাদিন রোজা পালন শেষে সন্ধ্যায় ইফতার করবেন।'

এ সময় রমজান উপলক্ষে মুসলমানদের প্রতি ইসলামের মূল্যবোধ অনুযায়ী যথযাথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি। ট্রুডো বলেন, ‘নিঃসন্দেহে এ বছরের রজমান হবে সম্পূর্ণ আলাদা। আমি জানি মানুষ এখনও জীবনের সঠিক অর্থ কি সেটা খুঁজে চলেছেন।’

কানাডার মুসলমানদের প্রশংসা করে তিনি বলেন, 'কানাডার মুসলমানরা সব সময়ই দেশকে অপেক্ষাকৃত ভালো ও শক্তিশালী অবস্থানে পৌঁছে দিয়েছেন। এ মাসেও এর ব্যতিক্রম হবে না।’

আবারও ঘরে থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, 'এ বছর ঘরে বসে রোজা পালন করবেন। মসজিদ বা আত্মীয় স্বজনদের বাড়িতে একত্রিত হয়ে ইফতার করার পরিবর্তে, এ বছর সকলের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বিনিময় করুন।'

সব শেষে ট্রুডো বলেন, 'আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে এই কামনা রইলো যে, সকলে শান্তিপূর্ণভাবে রোজা পালন করবেন। সবাইকে আবারও রমজানুল মোবারক।' 

আরও পড়ুন