জেলার সংবাদ, সংস্কৃতি

সিরাজগঞ্জে ৩৯তম জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ৭ই মার্চ ২০২০ ০২:৩৯:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

'ভেঙেছ দুয়ার, এসেছে জ্যোতির্ময়, তোমারি হউক জয়' প্রতিপাদ্যে সিরাজগঞ্জে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের ৩ দিনদিনের জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

অনুষ্ঠানে থাকছে সেমিনার, আলোচনা, গুণিজন সংবর্ধনা, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানসহ নানা কর্মসুচি।৬৪ জেলার ৮৪টি ইউনিটের প্রায় দেড় হাজার শিল্পী এ আয়োজনে অংশ নিচ্ছে।

সিরাজগঞ্জে চলছে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন। আয়োজন ঘিরে রবীন্দ্র সংগীত শিল্পী, সাহিত্যিক ও শ্রোতাদের অংশগ্রহণে মুখর সিরাজগঞ্জ শহর।সম্মেলেন ঘিরে পুরো শহর তোরণ ও নানা রঙ্গের ফেস্টুনে সাজানো হয়েছে।অনুষ্ঠান সফল করতে নানা উদ্যোগ নিয়েছেন আয়োজকরা।

এ সম্মেলণ প্রসঙ্গে সিরাজগঞ্জ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ড. জান্নাত আরা হেনরী বলেন, 'একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি তিন দিনের এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।'

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন উদযাপন পরিষদের আহবায়ক টিএম সোহেল বলেন, 'আমাদের তিন দিনের যে আয়োজন সেটা আমরা সফলভাবে শেষ করতে পারবো বলে আশাবাদী।'

নতুন প্রজন্মের মাঝে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চেতনাকে ছড়িয়ে দিতেই এই আয়োজন বলে সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী।তিনি বলেন, 'রবীন্দ্র, নজরুল, সুকান্তকে কিভাবে বাঁচিয়ে রাখবে সেটারই একটা প্রয়াস নিয়ে এ আয়োজন।'

আরও পড়ুন