আন্তর্জাতিক, আমেরিকা, আরব

সিরিয়া সীমান্তে তুরস্কের সেনা জোরদারে ট্রাম্পের সমর্থন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৫:২৪:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার অভ্যন্তরে তৎপর গেরিলা ও মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর আগে তুরস্ক এই পদক্ষেপ নিয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে সেনা সমাবেশ জোরদার করেছে তুরস্ক। এরইমধ্যে, ট্যাংকবহর নিয়ে সিরিয়া সীমান্তে সেনা টহলও বাড়ানো হয়েছে। ৯টি সাঁজোয়া যান এবং একটি বাসভর্তি সেনা সদস্যদের নিয়ে সীমান্তে অবস্থান নিয়ে তুরস্কের সেনাবাহিনী। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলুর।

এদিকে, সিরিয়া সীমান্তে তুরস্কের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার, ট্রাম্প জানান, সরাসরি অংশ না নিয়ে হলেও তুরস্কের এ অভিযানে যুক্তরাষ্ট্র পাশে আছে।

গত শনিবার, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সিরিয়ার অভ্যন্তরে তৎপর কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন। তুরস্ক নিজের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি বলে মনে করে এই কুর্দি গেরিলাদের।

আরও পড়ুন