আন্তর্জাতিক, এশিয়া, আরব

সিরিয়ায় ইসরাইলি হামলায় রাশিয়ার উদ্বেগ

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই মার্চ ২০২০ ০৫:৪১:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরিয়ার অভ্যন্তরে ইসরাইলের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কঠোর নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, তেল আবিবের এ ধরনের আগ্রাসন শুধুমাত্র আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যকে চরমভাবে অস্থিতিশীল করে তুলছে।

তিনি বলেন, “আরব দেশ সিরিয়ার ওপর অব্যাহতভাবে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ব্যাপারে আমরা উদ্বিগ্ন এবং এর মাধ্যমে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে।” গতকাল (বৃহস্পতিবার) রুশ মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন।

জাখারোভা বলেন, “গত ৫ মার্চ লেবাননের আকাশ থেকে সিরিয়ার উপর ইসরাইল এ ধরনের আগ্রাসন চালিয়েছে যার ফলে সিরিয়ার এক সেনা নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। আমরা মনে করি, ইসরাইলের সামরিক তৎপরতার কারণে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে; পাশাপাশি মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

গত কয়েক বছর ধরে ইসরাইল প্রায়ই সিরিয়ার ওপর বিমান ও  ক্ষেপণাস্ত্র হামলা চালি আসছে। বিশেষজ্ঞরা মনে করেন, সিরিয়ার উগ্র সন্ত্রাসীদের পতন ঠেকানোর অপচেষ্টা হিসেবে ইসরাইল এসব হামলা চালাচ্ছে।

আরও পড়ুন