জাতীয়

সীমিত পরিসরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই এপ্রিল ২০২১ ০৯:১৬:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাস মহামারীর কারণে দ্বিতীয়বারের মতো মুজিবনগর দিবস সীমিত পরিসরে পালিত হচ্ছে।  

আজ শুক্রবার সকাল ছয়টায় মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বীর শহীদদের জন্য দোয়া করা হয়।

এছাড়া, সকাল ৯টায় মুজিবনগর স্মৃতিসৌধে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

এরপর স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

আরও পড়ুন