বিনোদন, হলিউড, অন্যান্য

সীমিত পরিসরে ৭৩তম কান চলচ্চিত্র উৎসব, প্রদর্শিত হচ্ছে মাত্র ৪টি চলচ্চিত্র

কামরুল ইসলাম

ডিবিসি নিউজ

বুধবার ২৮শে অক্টোবর ২০২০ ১২:০০:০৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার মধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে ৭৩ তম কান চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে ফ্রেঞ্চ রিভিয়েরা উপকূলে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই আয়োজন।  

তবে এবারের আয়োজনে থাকছে না কান চলচ্চিত্র উৎসবের চিরাচরিত জৌলুস। ফ্রেঞ্চ রিভিয়েরা উপকূলে এবার ভিড় করেননি আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান তারকারা। প্রতি বছর মে মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এবছর করোনার কারণে পেছানো হয়েছিল। বিশ্বের চলচ্চিত্র অঙ্গনকে চাঙা রাখতে করোনার মধ্যেও কান চলচ্চিত্র উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এবছর মাত্র চারটি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সীমিত সংখ্যক দর্শক এবং অতিথি। এবছরের মূল আকর্ষণ 'বিগিনিং' এবং 'লে টু আলফ্রেড' নামে দুটি চলচ্চিত্র।

আরও পড়ুন