বাংলাদেশ, ভ্রমণ, জেলার সংবাদ

'সুন্দরবন এখন সবার জন্য নিরাপদ'

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা নভেম্বর ২০১৯ ০৪:৩৯:১৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বনদস্যু বাহিনীগুলোর আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবন এখন সবার জন্য নিরাপদ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সকালে বাগেরহাট স্টেডিয়ামে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার প্রথমবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, যে কোনো মূল্যে পর্যটন সম্ভাবনাময় সুন্দরবনকে নিরাপদ রাখা হবে।  কেউ দস্যুবৃত্তি করতে চাইলে তার পরিনাম হবে ভয়াবহ বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, আত্মসম্পর্পণ করা বনদস্যুদের নামে থাকা মামলাগুলোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে একের পর এক শেষ করা হবে।

অনুষ্ঠানে স্বাভাবিক জীবনে ফেরা আত্মসমর্পণ করা বনদস্যুদের উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন