আন্তর্জাতিক, পাকিস্তান

সেনাবাহিনীর কোনো চাপ নেই: ইমরান খান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৯শে নভেম্বর ২০২০ ০৭:২৪:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকার পরিচালনার বিষয়ে সামরিক বাহিনীর কোনো চাপ নেই বলে দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল শনিবার দেশটির গণমাধ্যম এক্সপ্রেস নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

পাঞ্জাব প্রদেশের ক্ষমতায় আছে ইমরানের দল পিটিআই। সেখানকার মুখ্যমন্ত্রী ওসমান বাজদার প্রদেশের কয়েকজন পুলিশ কর্মকর্তা এবং সরকারি আমলাকে বদলি করেছেন। এ ব্যাপারে জানতে চাইলে ইমরান খান দাবি করেন, সেনাদের দাবিতে এটা করা হয়নি। এটা নিয়মিত কাজের অংশ হিসেবে করা হয়েছে। পাঞ্জাবে পিটিআই প্রথমবারের মতো সরকার গঠন করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী কাউকে কোনো পদে নিয়োগের জন্য তাকে কখনো বলেনি। বিভিন্ন সংস্থায় কর্মরত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরও নিয়োগ দিতে বলেনি।

সম্প্রতি একটি সংস্থায় নিয়োগ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অসিম সালিম বাজওয়াসহ সব সাবেক সামরিক ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন