রাজধানী, আইন ও কানুন

সেফুদার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১৯শে নভেম্বর ২০১৯ ০৩:০১:২৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ফেসবুকে উল্টোপাল্টা পোস্ট দিয়ে বহুল আলোচিত, প্রবাসী বাংলাদেশি সেফাত উল্লাহ ওরফে সেফুদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

কোরআন অবমাননা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তার স্থাবর-অস্থাবর সম্পত্তিও ক্রোকের নিদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস-সামস জগলুল হোসেন এ আদেশ দেন। এদিন, শুনানি শেষে আদালত এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ই ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

পরে মামলার বাদী আইনজীবী আলীম আল রাজী জীবন বলেন, আদালত বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আসামির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।

এর আগে, গত ১০ই সেপ্টেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পরিদর্শক পার্থপ্রতিম ব্রহ্মচারী মামলার প্রতিবেদন দাখিল করেন। গত ২৩শে এপ্রিল, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এ মামলাটি করেন ঢাকা বারের আইনজীবী আলীম আল রাজী জীবন।

আরও পড়ুন