বিনোদন, ঢালিউড, বিশেষ প্রতিবেদন

সেলিনা হোসেনের উপন্যাস 'ভালোবাসা প্রীতিলতা' অবলম্বনে চলচ্চিত্র

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৬শে জুলাই ২০২১ ০৯:১৩:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’।  সেই লেখা অবলম্বনে হচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা’। সরকারি অনুদানে সিনেমাটির পরিচালনা করছেন প্রদীপ ঘোষ।

ঐতিহাসিক ঘটনার বিবরণ নিয়ে নির্মিতব্য 'ভালোবাসা বীরকন্যা প্রীতিলতা' চলচ্চিত্রে প্রীতিলতা চরিত্রে অভিনয় করছেন খ্যাতিমান অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা এবং কিশোরী প্রীতিলতার চরিত্রে মৃন্ময়ী রূপকথা।

চলচ্চিত্রটির পরিচালক প্রদীপ ঘোষ জানালেন, ইতিমধ্যে পাহাড়তলীতে অবস্থিত ইউরোপিয়ান ক্লাবে হামলার দৃশ্য ধারণ করা হয়েছে। প্রদীপ ঘোষ জানান,'বিপ্লবী প্রীতিলতা সারা পৃথিবীর ইতিহাসের অংশ। ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অংশ। আমাদের ছবিটা প্রায় শেষ পর্যায়ে এখন। আমাদের আর ৩০ শতাংশ কাজ বাকি আছে।'

সরকারি অনুদান পেলেও কালজয়ী এই চরিত্রকে ফুটিয়ে তুলতে বেসরকারি সহায়তাও প্রয়োজন বলে জানালেন নির্মাতা। তিনি আরও জানান,'আমি মনে করি যারা দেশ প্রেমিক। যারা দেশকে ভালোবাসেন। যারা বিপ্লবী ইতিহাসকে রক্ষা করতে চান। যে সমস্ত বানিজ্যিক প্রতিষ্ঠান আছে তারা যদি এগিয়ে আসেন তাহলে ছবিটি একটি ভালো ছবি হতে পারে।'

ভালবাসা বীরকন্যা প্রীতিলতা চলচ্চিত্রের সংগীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। গান গেয়েছেন এলিটা, কনাসহ দেশের জনপ্রিয় শিল্পীরা।

অন্যদিকে অগ্নীকন্যা প্রীতিলতাকে নিয়ে আরেকটি চলচ্চিত্রে পরিচালনা করছেন রাশিদ পলাশ। প্রীতিলতা চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পরীমণি। একই বিষয়ে দুটি চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে প্রদীপ ঘোষ বলেন, যারাই প্রীতিলতাকে নিয়ে কাজ করবেন সবার জন্যই শুভকামনা। প্রদীপ ঘোষ বলেন,'প্রীতিলতা নিয়ে আরও একটি ছবি হচ্ছে। আমরা সেটিকেও স্বাগত জানাই। যদি ভালোভাবে ছবিটি তারা বানাতে পারেন তবে জাতি উপকৃত হবে।'

আরও পড়ুন