বিনোদন, অন্যান্য

সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২০

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে ডিসেম্বর ২০২০ ০১:৩০:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হল সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০২০। সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় নাট্যজন লাকি ইনামসহ দশজনকে সৈয়দ মহিদুল ইসলাম যুগল সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

সহকর্মী বন্ধুদের কণ্ঠে নানা স্মৃতিচারণের মধ্য দিয়ে শুরু হয় সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব। ব্যাতিক্রম নাট্যদলের প্রতিষ্ঠাতা নির্দেশক, অভিনেতা ও নাট্যকার সৈয়দ মহিদুল ইসলামের অবদান নিয়ে কথা বলেন সংস্কৃতিজনেরা।

দেশের গানের ছন্দে শিশুশিল্পীদের নৃত্যমুদ্রায় শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশের প্রয়াত এই সংস্কৃতিজনকে। উৎসবে রমাপ্রসাদ বনিকের নাটক সহবাস মঞ্চস্থ করে ব্যাতিক্রম নাট্যদলের কর্মীরা।

যাত্রাপালা শুনতে গিয়ে ধর্ষণের শিকার অন্ধ এক নারীর জীবনযুদ্ধের গল্প নিয়ে রচিত এই নাটকে অভিনয় করেন নওশীন, সাইফুল সোহাগ, সাজ্জাদ, সৈয়দ বাচ্চু, খায়রুন নিশাত সহ অন্যান্য শিল্পীরা।

উৎসবে নাট্যজন লাকি ইনামসহ দশজন শিল্পীর হাতে তুলে দেওয়া হয় সৈয়দ মহিদুল ইসলাম যুগল সম্মাননা পদক।

আরও পড়ুন