আন্তর্জাতিক

সৌদিতে বন্ধ হচ্ছে তুরস্কের ৮ স্কুল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৪ঠা মে ২০২১ ০৬:০৯:২৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের আট স্কুল। চলতি শিক্ষাবর্ষ শেষ করার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। খবর-ডেইলি সাবাহ'র।

এদিকে এমন একসময়ে এ খবর এলো, যখন সৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক দূর করতে প্রচেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। এরই মধ্যে তুরস্কের শিক্ষামন্ত্রীকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে সৌদি সরকার।

তুরস্কের ওই স্কুলগুলোতে কমপক্ষে দুই হাজার ২৫৬ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে এ ব্যাপারে তুরস্কের সরকার কোনো মন্তব্য করেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। সৌদিতে তুরস্কের ২৬ স্কুল রয়েছে। এর মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

২০১৮ সালে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর থেকে এ দুই মুসলিম দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়।

সম্প্রতি তুরস্ক মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও মিসরের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।

আরও পড়ুন