আন্তর্জাতিক, আরব

সৌদি সীমান্তে মার্কিন-নির্মিত ড্রোন ভূপাতিত

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

শুক্রবার ১লা নভেম্বর ২০১৯ ০৬:২১:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন আমেরিকার তৈরি একটি ড্রোন ভূপাতিত করেছে।

গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় ড্রোনটিকে লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছে ভূপাতিত করা হয়। আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াইয়া সারি একে 'গোয়েন্দা তৎপরতায় নিয়োজিত পাইলটবিহীন বিমান' বলে অভিহিত করেন। তিনি বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী আসির প্রদেশের কাছে ড্রোনটি ভূপাতিত করা হয়।

অবশ্য সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনী এখনো এ বিষয়ে মুখ খোলেনি। গত কয়েক বছরে আমেরিকায় তৈরি বেশ কয়েকটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইয়েমেনের সেনাবাহিনী। এগুলোর মধ্যে এমকিউ-৯ মডেলের ড্রোন ভূপাতিত হয়েছে সবচেয়ে বেশি। ইয়েমেনের ওপর গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসনে আমেরিকা আগ্রাসী বাহিনীর সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে। 

আরও পড়ুন