রাজধানী

স্ত্রীকে ভারতে পাচার, দেশে ফিরে স্বামী ও দালালের বিরুদ্ধে মামলা

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১০ই জুন ২০২১ ০৯:৪৫:৪৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চাকরির প্রলোভনে স্ত্রীকে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে পাচার করে দেয় স্বামী। এ ঘটনায় দেশে ফিরেই  স্বামী ও দালালের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছেন ওই নারী।

আজ বৃহস্পতিবার (১০ জুন) ওই নারী হাতিরঝিল থানায় মানবপাচার আইনে তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

ভারতে চার মাস বন্দিদশা থেকে অসহ্য নির্যাতন সহ্য করে গেল ১০ই মে ভারত থেকে পালিয়ে দেশে আসেন ওই নারী।

রং নাম্বারে বাস কন্ডাক্টরের সাথে প্রেম, এরপর বিয়ে। পরে মাত্র ৪০ হাজার টাকায় এক দালালের কাছে ওই নারীকে বিক্রি করে দেয় খোদ স্বামী। এরপর তাকে তুলে দেয়া হয় আন্তর্জাতিক মানব পাচার চক্রের হাতে। পাচারচক্র তাকে বিমানযোগে কলকাতা থেকে চেন্নাই পাঠিয়ে দেয়। এরপর চেন্নাইয়ের হোটেলগুলোতে চার মাস ধরে চলে অকথ্য নির্যাতন। বাধ্য করা হয় পতিতাবৃত্তিতে।

পুলিশ বলছে, ভুক্তভোগীর স্বামীসহ দালালচক্রকে ধরতে চলছে অভিযান। এর আগেও ভারত থেকে পালিয়ে এসে আরেক ভুক্তভোগী নারী হাতিরঝিল থানায় মামলা করেছিলেন। যে মামলায় মোট ১২ জনকে এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন