খেলাধুলা, তারুণ্য, জাতীয়, অন্যান্য খেলা

স্পেশাল অলিম্পিকে পদকজয়ীদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মাননা

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বুধবার ১৮ই ডিসেম্বর ২০১৯ ০৯:১০:৫২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

স্পেশাল অলিম্পিক গেমসে পদকজয়ী অ্যাথলেটদের বিশেষ সম্মাননা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২০১৯ স্পেশাল অলিম্পিকে পদকজয়ীদের সম্মাননা প্রদান করেন।

এ বছরের শুরুতে দুবাইতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড স্পেশাল অলিম্পিকে বাংলাদেশ থেকে মোট ১৩৯ সদস্যের দল গিয়েছিল। সেখান থেকে ২২টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ছয়টি ব্রোঞ্জ পদক জেতে বাংলাদেশের অ্যাথলেটরা।

সংবর্ধনা অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, দেশকে সম্মানিত করায় প্রত্যেকের ওপর ভীষণ খুশি তিনি। খেলোয়াড়রা ভালো করায় এবার তাদের জন্য জাতীয় সংসদ ভবনের পাশে ক্রীড়া কমপ্লেক্সও তৈরি করা হবে।

এছাড়া মন্ত্রী জানিয়েছেন এসএ গেমসে যারা ব্যর্থ তাদেরকেও জবাবদিহিতার মুখোমুখি করা হবে।

আরও পড়ুন