খেলাধুলা, ফুটবল

হাজারতম ম্যাচে ইংল্যান্ডের বড় জয়

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৫ই নভেম্বর ২০১৯ ০৭:৪৭:৩৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরো বাছাইয়ে নিজেদের হাজারতম আন্তর্জাতিক ম্যাচে দূর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ড।

স্টেডিয়ামে  হ্যারি কেইনের হ্যাটট্রিকে মন্টেনিগ্রোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আগেই মূলপর্ব নিশ্চিত করা ইংলিশরা।

এছাড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক, লিথুনিয়ার বিপক্ষে ৬-০ গোলের জয়েও মূলপর্বে খেলার অপেক্ষা বেড়েছে চ্যাম্পিয়ন পর্তুগালের। মলদোভাকে ২-১ গোলে হারিয়েছে বিশ্ব-চ্যাম্পিয়ন ফ্রান্স।

ইংলিশদের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে এক হাজারতম আন্তর্জাতিক ম্যাচ খেলার অনন্য এক রেকর্ড সামনে নিয়ে ম্যাচ শুরু করে ইংল্যান্ড। ইংল্যান্ডের ফিফা র‌্যাংকিংয়ের চার নম্বরে থাকা দলটির মোকাবেলায় ছিলো ৬১ নম্বরে থাকা মন্টেনিগ্রো।

বল পজেশন, টেকনিক, ট্যাকটিক্স, ঐতিহ্য- কোনো দিক থেকেই ইংলিশদের মোকাবেলার সাহস দেখাতে পারেনি মন্টেনিগ্রো।  ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের স্কোরশিটে প্রথম নাম লেখান অক্সলেইড চেম্বারলেইন।

ল্যান্ডমার্ক ম্যাচে হ্যারি কেইনের হ্যাটট্রিকের মিশন সম্পন্ন হয় প্রথমার্ধেই।  ডিফেনডার চিলওয়েলের তিন অ্যাসিস্টে হ্যাটট্রিকের পরে জাতীয় দলের হয়ে ৩১ গোল সম্পন্ন করেন তিনি।  ইংলিশদের সর্বোচ্চ স্কোরার লিস্টের টপ ফাইভে স্থান এখন হ্যারি কেইনের।

দ্বিতীয়ার্ধে আরো দুই গোল হজম করে মন্টেনিগ্রো।  স্কোরশিটে মার্কাস রাশফোর্ড, এবং ট্যামি আব্রাহাম, যার প্রথম ইন্টারন্যাশনাল গোল এটি।  খেই হারানো ম্যাচে মন্টেনিগ্রোর আলেকজান্দার সোফরেন্সের আত্মঘাতি গোলটি সাত গোল পুরো করেছে হোস্ট ইংল্যান্ডের।  ৩৪ বছর পর ৭-০ গোলের বড় জয় পেলো দেশটি।

অপরদিকে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের হোমগ্রাউন্ডে বিধ্বস্ত লিথুনিয়া।ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিক। এই নিয়ে ন্যাশনাল টিমের হয়ে গোল সেঞ্চুরির কাছে রোনালদো।  ৯৮ গোল পুরো হয়েছে পর্তুগাল তারকার।

লিথুনিয়ার জালে বাকি তিন গোল জড়ান ফার্নান্দেস, মেন্ডেস ও বার্নাদো সিলভার।

এছাড়া লুক্সেমবার্গের বিপক্ষে সার্বিয়ার জয়ে ইউরোর মূলপর্বে খেলতে আরো এক ম্যাচ অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন