জাতীয়, আইন ও কানুন

হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশ উচ্চ আদালতের

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই মে ২০২০ ০১:৪৪:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হাইকোর্টে ভার্চ্যুয়ালি প্রথম আদেশ, ডলফিন রক্ষায় পদক্ষেপ চান হাইকোর্ট।

ভার্চুয়াল আদালতে প্রথম রিটের আদেশ দিয়েছে হাইকোর্ট। প্রথম রিটের আদেশ হিসেবে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধের নির্দেশ দেয় উচ্চ আদালত। একই সঙ্গে ডলফির রক্ষায় কী পদক্ষেপ নেয়া হয়েছে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

মঙ্গলবার দুপুরে, বিচারপতি ওবায়দুল হাসানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেয়া হয়। এর আগে সোমবার ই-মেইল যোগে এ রিট আবেদনটি জমা দেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল কাইয়ুম লিটন। আবেদনে হালদা নদীতে ডলফিন হত্যা বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং ডলফিন হত্যা বন্ধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না এ মর্মে রুল জারির আর্জি জানানো হয়ে।  

আবেদনে মৎস ও পশু সম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক, ও চট্টগ্রামের রাউজান উপজেলা নির্বাহী অফিসারকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন