অর্থনীতি, জেলার সংবাদ

হিলি স্থলবন্দর ও চেকপোষ্ট জনশুন্য, আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

হিলি প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে মার্চ ২০২০ ০৫:০০:০৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উত্তরবঙ্গের একমাত্র বাণিজ্য কেন্দ্র হিলি স্থলবন্দর এখন জনশুন্য হয়ে পড়েছে। করোনাভাইরাস প্রতিরোধ সচেতনতায় ভারত সেদেশে লকডাউন ঘোষণা করায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পাসপোর্ট যাত্রী পারাপার বন্ধ হয়ে গেছে।

হিলি চেকপোষ্ট এখন যাত্রীশূণ্য হয়ে পড়েছে। কর্মব্যস্ত আমদানিকারকেরা তাদের অফিস বন্ধ করে দিয়েছে। সিএন্ডএফ এজেন্ট কর্মচারিরা ঘর তালাবন্ধ করে চলে গেছে। তবে হিলি স্থলবন্দরের পানামা পোর্ট অভ্যন্তরে পন্যের লোড-আনলোড কার্যক্রম চলছে। আর, স্থলবন্দরে আমদানি পন্য খালাস করে ভারতীয় ট্রাক ভারতে ফিরে যাচ্ছে।

এদিকে দিনাজপুর জেলা করোনা প্রতিরোধ কমিটি, উপজেলার কাঁচামাল ব্যতিত সকল দোকানপাট বন্ধ রাখার ঘোষণা দেওয়ায় মঙ্গলবার সকাল থেকে হিলি স্থলবন্দরের দোকানপাট বন্ধ রেখেছে স্থানীয় ব্যবসায়ীরা।

আরও পড়ুন