জেলার সংবাদ, অপরাধ, আইন ও কানুন

হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী রিমান্ডে 

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১২ই এপ্রিল ২০২১ ০৮:৫৪:০৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

আজ সোমবার (১২ই এপ্রিল) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে ৭ দিন মঞ্জুর করেন বিচারক।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার আতিকুল ইসলাম গণমাধ্যমকে একথা জানিয়েছেন। 

রোববার (১১ই এপ্রিল) রাতে হাটহাজারী থেকে হেফাজতে নেতা আজিজুল হক ইসলামাবাদীকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে তাকে ঢাকা নিয়ে আসা হয়।

২০১০ সালে হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজিজুল হক ইসলামাবাদী সাংগঠনিক সম্পাদক এবং দলের মুখপাত্রের দায়িত্ব পালন করে আসছেন। এক সময় তিনি হেফাজতের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির ঘনিষ্ঠ হলেও বর্তমানে জুনায়েদ বাবুনগরীর অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে রিমান্ডে নেয়া হয়েছে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেয়া নও-মুসলিম খ্যাত ময়মনসিংহের ওয়াসিক বিল্লাহ নোমানীকে। এছাড়া মামুনুলের রিসোর্ট কাণ্ডের পর ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টি মামলার প্রধান আসামি ইকবালসহ র‌্যাবের হাতে আটক আরও চারজনকেও নেয়া হয়েছে রিমান্ডে।

আরও পড়ুন