বাংলাদেশ, তারুণ্য, রাজধানী, শিক্ষা

১২টি ছাত্র সংগঠনের সন্ত্রাসবিরোধী ছাত্রঐক্য গঠন

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

শুক্রবার ২৭শে ডিসেম্বর ২০১৯ ০৪:৪৯:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের মদদে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চ ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং তার সহায়তার হামলার সিসিটিভি ফুটেজ গায়েব করেছে বলে অভিযোগ করেছে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

এর আগে শিক্ষাঙ্গনে সন্ত্রাস, দখলদারিত্ব ও মৌলবাদের বিরুদ্ধে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন ও ছাত্রমৈত্রী, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদসহ ১২টি ছাত্রসংগঠন সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য গঠন করে। এসময় সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের ব্যানারে চারটি দাবি জানানো হয়।

দাবিগুলো হল- ডাকসু ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে প্রক্টরের পদত্যাগ, ভিপি নুরসহ হামলায় আহতদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতসহ হলে হলে দখলদারিত্বের অবসান।

আরও পড়ুন