বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ

১৬ দফা দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের কর্মবিরতি

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

শনিবার ১৫ই ফেব্রুয়ারি ২০২০ ০১:৫৮:১৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত কর্মকর্তারা ১৬ দফা দাবি বাস্তবায়নের জন্য চতুর্থ দিনের মত দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছে।

কর্মবিরতি পালন করা কর্মকর্তাদের ১৬ দফা দাবিকে অযৌক্তিক দাবি করে পাল্টা কর্মসূচি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের একাংশ।

শনিবার সকাল ১০'টায় ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে ১৬ দফা দাবির পক্ষে ৪৬২ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করে। 

কর্মবিরতি পালন করা কর্মকর্তাদের দাবি, তাদের ১৬ দফা দাবি ন্যায় সঙ্গত, তাদেরকে বারবার আশ্বাস দেয়া হলেও আজ পর্যন্ত একটি দাবিও মানা হয়নি। বাধ্য হয়ে তাদের আন্দোলনে নামতে হয়েছে। এতে যদি প্রশাসনের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত না পাওয়া যায় তাহলে আগামী সপ্তাহ থেকে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।  

এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের ১৬ দফা দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভিসিপন্থী কর্মকর্তাদের একাংশ।  

 

আরও পড়ুন