ক্রিকেট

২য় ম্যাচে দলীয় স্কোর কম হওয়ার আফসোস মাহমুদুল্লাহর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই নভেম্বর ২০১৯ ০৭:৫১:১৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি মিডল অর্ডার। সমতায় ফিরে চাপ কমিয়েছে ভারত।

রেকর্ডগড়ার অপেক্ষা বেড়েছে বাংলাদেশ দলের। রাজকোটের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে পুরো ফায়াদা তুলে সিরিজের ২য় টি-টোয়েন্টি ম্যাচ জিতে সমতা ফিরিয়েছে ভারত। হোম সিরিজ হাতছাড়া করার ধাক্কা নিতে চাইবেনা টিম ইন্ডিয়া। সিরিজ জয়ে শেষ ম্যাচে চোখ দুদলেরই।

ক্যারিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচে ক্যাপ্টেন রোহিত শর্মা। জয়ে স্মরনীয় করে রাখতে সবধরনের পর্যবেক্ষণে থাকলেন এগিয়ে।

ঝড়বৃষ্টির পর রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের উইকেট বিশ্লেষন আগেই সেরেছে মেন ইন ব্লুরা। টস জিতে কেল্লাফতে রোহিত শর্মার। আগের দিনের বৃষ্টিতে ভারী উইকেট এড়িয়ে খেলার দারুন সুযোগ। ব্যাটিংয়ে পাঠালেন মাহমুদুল্লাহদের। 

ব্যাটিংয়ে নামা লিটন-নাইমের শুরুটা বেশ। দুবার জীবন পেয়েও ইনিংসটা বড় করতে পারেন নি টাইগার ওপেনার, রান আউটের ফাড়ায় থামতে হয়েছে ত্রিশের আগে। তারপরও ওপেনিংয়ে লিটন-নাইমের ষাট আশা তৈরী করে বড় স্কোরের। ধুকেঁছে টাইগার মিডল অর্ডার। পুঁজি কম হওয়ার ভুলটা বেধে যায় এখানেই। 

বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, ব্যাটিংয়ের জন্য উইকেট দারুন ছিল, নতুন বল কাজে লাগনোর সুযোগ ছিল, যে সুযোগটা পুরো কাজে লাগিয়েছে রোহিত, শিখররা।

আগের ম্যাচে দুর্দান্ত ৬০ রানের নটআউট ইনিংস খেলা মুশফিককেও নিয়েও কাটাছেড়া করে মাঠে নামে ইয়ুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দররা। রাজকোটে দশের ঘরে ঢুকতে দেয়নি মুশিকে। টাইগারদের দলীয় স্কোরটা দেড়শর ঘর পার হয় মাত্র। মাহমুদুল্লাহর আফসোসটাও এখানেই।

মাহমুদুল্লাহ রিয়াদ বলেন, মিডল অর্ডারে আমরা রান বাড়াতে পারিনি, কমপক্ষে ১৭৫ কিংবা তার বেশি হলেও সুযোগ থাকতো আমাদের।

দিল্লির ভুল গুজরাটে নয় এই দর্শনে মাঠে নামেন শততম টি-টোয়েন্টি খেলতে নামা রোহিত শর্মা। প্রথম ম্যাচে ৯ রানে আটকে যাওয়া রোহিত দেখালেন চেনা রূপ। বলতে গেলে একাই জয়ের ভিত তৈরী করলেন টি-টোয়েন্টি ম্যাচ সেঞ্চুরিয়ান, তার ৪৩ বলে ৮৫ রানে কাজ কমিয়ে দেয় বাকিদের। সমতায় ফিরে শেষ ম্যাচের আগে চাপ কমিয়েছে টিম ইন্ডিয়া। 

আরও পড়ুন