বিনোদন, বলিউড

২৫ হাজার পিপিই দিলেন শাহরুখ খান

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ১৫ই এপ্রিল ২০২০ ০১:১০:১৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মহারাষ্ট্রের স্বাস্থ্যকর্মীদের ২৫ হাজার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই দিলেন কিং খান। সহযোগিতার জন্য শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ। শাহরুখ খান সোমবার মহারাষ্ট্রের ফ্রন্টলাইন চিকিৎসা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেন। 

টুইটারে স্বাস্থ্যমন্ত্রী অভিনেতাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, 'অনেক ধন্যবাদ আপনাকে। ২৫ হাজার পিপই রাজ্যের স্বাস্থ্যকর্মীদের করোনার বিরুদ্ধে লড়তে সাহায্য করবে। মহারাষ্ট্রকে সুরক্ষিত রাখতে আপনার এই অবদান কখনও ভুলবে না কেউ।'

ত্রাণ তহবিলে দান, দিন মজুর, অ্যাসিড আক্রান্তদের আর্থিক সাহায্য দানের প্রতিশ্রুতি দেবার পর নিজের চারতলা বিল্ডিং ছেড়ে দিলেন করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য। শাহরুখ খান এবং তার স্ত্রী গৌরী খান তাদের চারতলা ব্যক্তিগত অফিস রেড চিলিস-এ আলাদা আলাদা কেন্দ্র খোলার প্রস্তাব দিয়েছেন। যেখানে করোনায় আক্রান্ত শিশু, বৃদ্ধ এবং মহিলাদের চিকিৎসা সেবা দেয়া হবে। 

রেড চিলিজের পক্ষে থেকে টুইটে জানানো হয়েছে: ১. কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে শাহরুখ খান, গৌরী খান, জুহি চাওলা মেহতা এবং জয় মেহতা একসঙ্গে প্রধানমন্ত্রী কেয়ারস তহবিলে অবদান রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ২. রেড চিলির কর্ণধার গৌরী খান এবং শাহরুখ খান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দানের প্রতিশ্রুতি দিয়েছেন। ৩. স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য ৫০ হাজার ব্যক্তিগত ব্যক্তিগত সরঞ্জাম দিচ্ছেন। মুম্বইয়ের সাড়ে পাঁচ হাজার পরিবারকে এক মাসের প্রতিদিন খাওয়ানোর দায়িত্ব নিয়েছেন। ৪. দরিদ্র ও দৈনিক মজুরির শ্রমিকদের এক মাসের জন্য খাদ্যসামগ্রী সরবরাহ করবেন। ৬. পাশে দাঁড়াবেন অ্যাসিড আক্রান্তদেরও।'


আরও পড়ুন