ফুটবল

৫৭ বছর পর ম্যানইউ’র মাঠে বার্নলির জয়োৎসব

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২০ ০২:৩০:০০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৫৭ বছর পর ওল্ড ট্রাফোর্ডে জয় উৎসব করেছে বার্নলি। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে বার্নলির কাছে হেরেছে দ্য রেড ডেভিলস।

বুধবার রাতে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শীর্ষ লিগে ১৯৬২ সালের পর লাল দূর্গ থেকে জয় নিয়ে ফিরলো বার্নলি। প্রথমার্ধে বলের দখল আর আক্রমণে একচেটিয়া ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। তবে গোলের দেখা পায়নি। ৩৯তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায় বার্নলি। স্কোরশিটে নাম তুলেন নিউজিল্যান্ড স্ট্রাইকার উড।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ইউনাইটেড চাপ বাড়ালেও আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৫৬তম মিনিটে উডের বাড়ানো বল পেয়ে গোলের ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগেজ।

টানা দুই ম্যাচ হেরে মাঠ ছেড়েছে দ্য রেড ডেভিলস। ২৪ ম্যাচে ৯ জয় আর ৭ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে ম্যানচেস্টারের দলটি। আরেক ম্যাচে নরিচ সিটিকে ২-১ ব্যবধানে হারানো টটেনহ্যাম হটস্পারও একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে আছে ষষ্ঠ স্থানে। ওয়েস্ট হ্যামকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া লেস্টার সিটি ৪৮ পয়েন্ট নিয়ে আছে তিনে।

আরও পড়ুন