জাতীয়, রাজধানী

৭ই নভেম্বর কোনো বিপ্লব হয়নি: মাহজাবিন

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৭ই নভেম্বর ২০১৯ ১০:০২:৪৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৭ই নভেম্বরের খুনিদের বিচার করতে ট্রুথ কমিশন গঠনের দাবি।

১৯৭৫ সালের ৭ই নভেম্বর প্রাণঘাতী সেনা অভ্যুত্থান হয়েছিল, কোনো বিপ্লব হয়নি বলে দাবি করেছেন মুক্তিযুদ্ধের ২ নং সেক্টর কমান্ডার ও কে-ফোর্সের প্রধান খালেদ মোশররফের কন্যা ও সাবেক সংসদ সদস্য মাহজাবিন খালেদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মওলানা আকরম খাঁ হলে মুক্তিযোদ্ধা ও সৈনিক হত্যার বিচারের দাবিতে এক সংবাদ সম্মেলন ও অভিমত প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

খালেদ মোশাররফের মেয়ে মাহজাবিন খালেদ দাবি করেন, 'তখনকার সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের নির্দেশে হত্যাকাণ্ড চালানো হয়েছিলো।'

৭ই নভেম্বরের ঘটনার বর্ণনা করে তিনি বলেন, 'জিয়াউর রহমানের নির্দেশে মেজর জলিল এবং মেজর আসাদ সেদিন সকালে ১০ম বেঙ্গল রেজিমেন্টে যান এবং তিনজনকে হত্যা করেন।' 'সিপাহী জনতার বিপ্লব'কে তথাকথিত বিপ্লব হিসেবে উল্লেখ করে মাহজাবিন বলেন, 'সেদিন আসলে কোনো বিপ্লব হয়নি। তাদের কিছু উশৃঙ্খল সেনা কর্মকর্তা ও সৈনিক এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।'

অনুষ্ঠানে বক্তারা, ৭ই নভেম্বরের খুনিদের বিচার করতে ট্রুথ কমিশন গঠনের দাবি তোলেন।

আরও পড়ুন