আন্তর্জাতিক, হলিউড, টেলিভিশন

৭১তম অ্যামি অ্যাওয়ার্ড: সেরা ড্রামা 'গেম অব থ্রোনস'

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২৩শে সেপ্টেম্বর ২০১৯ ০৬:৩০:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৭১তম অ্যামি অ্যাওয়ার্ডে সেরা ড্রামা’র পুরস্কার জিতেছে এইচবিও'র সিরিজ 'গেম অব থ্রোনস'। আর, সেরা কমেডির পুরস্কার জয় করেছে অ্যামাজনের 'ফ্লি ব্যাগ'।

ড্রামা সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেতার পুরস্কার গেছে বিলি পোর্টারের ঝুলিতে। এফএক্স এর সিরিজ 'পোজ' এ অসাধারণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি। একই ক্যাটাগরিতে 'কিলিং ঈভ' সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জোডি কোমার। সেরা সহ অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার জয় করেছেন পিটার ডিঙ্কলেজ ও জুলিয়া গার্নার।

অন্যদিকে, সেরা টেলিভিশন চলচ্চিত্রের পুরস্কার জিতেছে প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্সের 'ব্ল্যাক মিরর: ব্যান্ডারস্ন্যাচ'। এছাড়া, অনবদ্য সীমিত সিরিজের পুরস্কার জিতেছে চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনা নিয়ে নির্মিত এইচবিও'র সিরিজ 'চেরনোবিল'।

এবারের অ্যামি অ্যাওয়ার্ডের আসর বসে লস এঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে। যুক্তরাষ্ট্রের মূলধারার টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান যাচাই-বাছাই করে দেওয়া হয় অ্যামি অ্যাওয়ার্ড।

আরও পড়ুন