বাংলাদেশ, জেলার সংবাদ, অপরাধ, নারী

৯৯৯-এ ফোন করে নির্যাতন থেকে বাঁচলেন অন্তঃসত্ত্বা নারী

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই নভেম্বর ২০১৯ ০৮:৫৬:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

৯৯৯-এ ফোন দিয়ে নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়েছেন অন্তঃসত্ত্বা নারী ঈশিতা আক্তার (২৩)।

যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ঈশিতাকে মারতে শুরু করলে ৯৯৯ নম্বরে ফোন দেন তিনি। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গতকাল সোমবার রাতে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের সিঙ্গেরগাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। ঈশিতা একই উপজেলার বাহাগিলি ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের মশিয়ার রহমানের মেয়ে।

ওই নারী বলেন, তিন বছর আগে সিঙ্গেরগাড়ি গ্রামের আশিকুর রহমানের (২৮) সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই চার লাখ টাকা যৌতুক চেয়ে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকেরা তার ওপর নির্যাতন করে আসছিলেন।

গতকাল সোমবার রাতে শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দৌড়ে প্রতিবেশীর বাড়িতে ঢুকে ৯৯৯-এ ফোন করে নির্যাতনের ঘটনা জানায়। এরপর পুলিশ এসে তাকে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশীদ বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করাই। 

আরও পড়ুন