বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

অংশীদার না করায় গণস্বাস্থ্যকে এন্টিবডি টেস্ট করতে দেয়া হয়নি

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর ২০২০ ১২:৪৪:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সরকারকে ব্যবসায়িক অংশীদার করা হয়নি বলে সরকার গণস্বাস্থ্যকে এন্টিবডি টেস্ট শুরু করতে দেয়নি বলে অভিযোগ করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।  

বলেন, যাদেরকে দিয়ে সরকার ব্যবসা করতে পারবে তাদেরকেই এন্টিজেন পরীক্ষার অনুমতি দেয়া হয়েছে। কোভিড ১৯ মোকাবেলায় সম্মুখ সারির যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে ১ মিনিট অবিরাম করতালি কর্মসূচী পালন করেছে গনস্বাস্থ্য নগর হাসপাতাল।

এত অংশ নিয়ে অভিযোগ করেন, নিজেদের স্বার্থে ব্যবসা করার জন্য এন্টিজেন টেস্টের উদ্যোগ নিয়েছে সরকার। বলেন, বিদেশ থেকে এনে ব্যবসা করার জন্যই এতোদিন পর এন্টিজেন টেস্টের পরিকল্পনা করা হচ্ছে।

আরও পড়ুন