বাংলাদেশ, জাতীয়, স্বাস্থ্য

অক্টোবরে ভারত থেকে আসবে অ্যাস্ট্রাজেনেকা টিকা: স্বাস্থ্যমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই সেপ্টেম্বর ২০২১ ০৭:০১:৩৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অক্টোবরে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কেনা অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগার প্রাঙ্গণে ভারতের উপহার হিসেবে দেয়া একশো নয়টি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম কে দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন।

মন্ত্রী জানান, ভারতের উপহারের পাশপাশি দেশের হেলথ কেয়ার অপারেশন প্লান থেকে আরও ২১টি এবং উপজেলা হেলথ কেয়ার অপারেশন প্লান থেকে ৬০টি অ্যাম্বুলেন্স কেনা হয়েছে।

এরমধ্যে একশো বাইশটি অ্যাম্বুলেন্স রাজধানীর মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়। অ্যাম্বুলেন্সগুলো দেশের হাসপাতালগুলোর সক্ষমতা আরও বাড়াবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন