আন্তর্জাতিক, ভারত

অক্টোবর থেকে আবারও করোনার ভ্যাকসিন রপ্তানি শুরু করবে ভারত

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২০শে সেপ্টেম্বর ২০২১ ০৬:৪১:০৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অক্টোবর থেকে আবারও বানিজ্যিক ভিত্তিতে করোনার ভ্যাকসিন রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে ভারত। পাশাপাশি অতিরিক্ত টিকা অন্য দেশগুলোকে সহায়তা হিসেবে পাঠানো হবে।

সোমবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া এই ঘোষনা দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। ভ্যাকসিন মৈত্রী নামের উদ্যোগে রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান মন্ত্রী।

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরের একদিন আগে এই ঘোষণা দেয়া হলো। যেখানে বাইডেন এই বিষয় নিয়ে কথা বলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। নিজ দেশে টিকা কার্যক্রমের গতি বাড়াতে চলতি বছর এপ্রিলে ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে দেয় দেশটি। 

আরও পড়ুন