ক্রিকেট

'অক্টোবর-নভেম্বরেই' টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ০৮:৫৬:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বৃহস্পতিবার আইসিসি'র বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর অক্টোবর-নভেম্বরেই, আইসিসির প্রতিনিধির সঙ্গে কথা বলে মিলেছে এমন তথ্য। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে করোনার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ অস্ট্রেলিয়ায় সেপ্টেম্বরের পরও বিদেশিদের ভ্রমনে থাকছে সতর্কতা। আবার ঐ সময়টায় আইপিএল করার কথা ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

চলতি বছরের মেগা ইভেন্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় ষোল দেশের আয়োজনে প্রশ্নচিহ্ন বসিয়েছে করোনা। গণমাধ্যমে বিশ্বকাপ পেছানোর খবর রটলেও আইসিসির এক প্রতিনিধি জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরেই হবে টুর্নামেন্ট। বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভা। সদস্য দেশগুলোর সভাপতিরা যুক্ত হবেন ভিডিও কানেকটিভিটিতে।এতে টি-টোয়েন্টির ডেট ফয়সালা করার পাশাপাশি অন্যতম এজেন্ডা আইসিসির আসন্ন নির্বাচন।

৭ শহরে ষোল দলের ৪৫ ম্যাচ। নির্ধারিত সূচী অনুযায়ী অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হওয়ার কথা  টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে, করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার মধ্য সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই। এরপর যারা যাবেন তাদেরও দুই সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হবে। তাই নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্ব আয়োজন নিয়ে প্রশ্ন থেকেই যায়। 

জট পাকাতে পারে বিলিয়ন ডলারের টুর্নামেন্ট আইপিএল। মার্চের শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা থাকলেও করোনায় স্হগিত হয়ে যায়। গুঞ্জন আছে, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে যায় তাহলে সেই সময়ে আইপিএল আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে যাই হোক টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হবে আইসিসির বৃহস্পতিবারের সভাতেই। 

আরও পড়ুন