ক্রিকেট

অক্টোবর-নভেম্বরেই টি-২০ বিশ্বকাপের সম্ভাবনা

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে মে ২০২০ ০৬:৩৮:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসছে অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে রয়টার্সকে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

তবে, এ বিষয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল-আইসিসির বোর্ড সভায় আলোচনা হবে।

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়ে বিশ্ব ক্রীড়াঙ্গন। অনিশ্চিত হয়ে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে। এমনকি চলতি বছর টি-২০ বিশ্বকাপ হচ্ছে না বলে খবর ছড়িয়ে পড়ে। এমনকি এ বছরের বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হচ্ছে বলেও খবর প্রকাশিত হয়।

তবে, বিশ্বকাপ পিছিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এমনকি আসছে অক্টোবর-নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছে আইসিসি।

ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির এক মুখপাত্র রয়টার্সকে জানান, ''টি-টোয়েন্টি বিশ্বকাপ এখনও পিছিয়ে দেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আইসিসি। এমনকি নির্দিষ্ট সময়ে তা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতিও আছে।'

তিনি আরও জানান, 'বৃহস্পতিবার আইসিসির বোর্ড সভায় এটি একটি এজেন্ডা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।'

সূচি অনুযায়ী ১৮ই অক্টোবর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

সূত্র: ডিডব্লিউ

আরও পড়ুন